ঋতুরাজ

'বউ কথা কও' পাখি সরে গেছে কোন দূরে 

আওয়াজ তবু আসে তার উড়ে।

বড়ো করুণ ওই সুর

ডেকে যায় একটানা হয়ে যায় ভোর।

বউ কোনো কয় না কথা

দেয় না জবাব। 

এতো ভালোবাসি তারে

তবু তার কীসের অভাব?

'বউ কথা কও' পাখি থাকে কোন উঁচুতে

দেখে না কেউ তার দুঃখ কত প্রাণেতে!

এতো ভালোবাসা তার এতো দুঃখ গাঁথা

তবু মানিনী বউ তার কয় না কথা।

কবির প্রাণে লাগে ডাহুকের ডাক

বউ বলে প্রাণ তোর পুড়ে যাক। 

মানুষ দুঃখের দোসর হয় না কভু 

নিশুতি রাতে সহায় তবু নিদ্রাহীন প্রভু।

কী বা অভিযোগ মোর, কী বা অনুরাগ

ভুলে যাই, লাগে প্রাণে বউয়ের দেমাগ।

বিরহী হৃদয় একলা জাগিয়া রয়

বিরহ বোঝে না বউ; শুধু অশ্রু চোখে বয়!

প্রাণ মোর উদাসীন সেই আগের মতো

বউ রয় প্রিয়জনপ্রাণ অবিরত। 

হয়তো আমি নই কেউ প্রিয় তার মনে 

'বউ কথা কও' পাখি তবু ডাকে এক মনে।

কোকিল ডাকে কোকিলারে কই

প্রাণ কোকিলা ওগো, সাড়া দাও সই!

বসন্ত, আহা অশান্ত প্রাণ 

ওগো ঋতুরাজ, আর কতো এ করুণ গান!

পাখি ডাকে প্রাণভরে সকরুণ সুরে 

আমি অসহায় হারিয়ে যাই কোন দূরে!

আমি পারি না গো এ বসন্তেও প্রিয়া

ডাকিতে তোমারে প্রাণমন দিয়া!

প্রকৃতির আহ্বান এই প্রাণের আকুতি 

আমার হয়ে তোমায় সবে জানায় মিনতি।।

দুঃখ লও, অশ্রু লও, প্রাণ লও মোর

তবুও আসুক প্রিয়া তোমার প্রাণে ভোর।


★(মোঃ ফেরদৌস আলম, ভোরের অপেক্ষায়, ৩০ মার্চ ২০২৪)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেরুজালেমের নবি যেরেমিয়া ও জলবায়ু সতর্কতা

শকুন ও সংস্কৃতির দ্বন্দ্ববিচার

একটি জাতীয়তাবাদী নাটিকা : বাংলা ও বালআমের গাধা