কাহকাসান
ফুল ভালোবাসি আমি
ঘ্রাণে মুগ্ধ হয়ে কারও
কারও বা সৌন্দর্যে।
গোলাপ কিংবা অন্য কারও প্রতি
পক্ষপাত ছিলো না আমার।
তুমি ভালোবেসে দিলে তাই
ঘ্রাণ নিই ভালোবেসে।
কিন্তু গোলাপ শীঘ্র শুকায়
গাছের মায়ায়।
ফুল ছিঁড়তে আমার লাগে না ভালো
ফুলগাছই বরং লাগে ভালো।
আমি বরং স্বপ্ন দেখি
জোছনা রাতে হাসনাহেনার আনন্দ।
বড়ো করুণ ওই ঘ্রাণ
মনে হয় এ তারাভরা কোনো কাহকাসান!
তবু বড়ো ভয় হয়
এই সুন্দরের আকর্ষণে হয় বাস্তুসংস্থান।
আসে পতঙ্গ, ব্যাঙ আর অবিশ্বস্ত সাপ!
বড়ো ভয় হয় আমার তোমাকে নিয়ে
হে প্রিয়া মোর।
সাপের মতো সন্দেহ মনে আসে
সৌন্দর্য ভালোবেসে।
এ বড়ো করুণ যন্ত্রণা!
ওথেলোর মতো চারিদিকে সন্দেহের আনাগোনা
আর বিষাক্ত ইন্ধন।
ওগো ডেসডিমোনা, তুমি ক্ষমা করো।
তোমাকে আঘাত করার পূর্বে
আমি যেন সন্দেহের জাল ছিন্ন করতে পারি।
নিথর না হয় যেন প্রেম।
ওগো প্রিয়া, তুমিও এড়িয়ে চলো
সন্দেহের জাল।
এ যে বিষ!
আমাদের ভালোবাসা ঘৃণায় পাল্টে না যাক
আস্বাদন করো না কোনো সন্দেহের আমিষ!
এ যে গন্ধম। যার প্রমাণ
এনেছে বন্ধু রূপী শয়তান!
★(ফেরদৌস, ২৮-৪-২০২৪, সূর্যোদয়)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন