গুজব, গণপিটুনি ও বাস্তবতা

(২৩ জুলাই, ২০১৯ সালের ফেসবুক পোস্ট)

কুরআন বলছে, ধ্বংস হোক, যারা শুধু অনুমানের ওপর ভিত্তি করে (কথা বলে)।'

"হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা (সত্যতা) পরখ করে দেখবে, না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে অতঃপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো।"

"হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশী বেশী অনুমান করা থেকে বেঁচে থাকো, কিছু কিছু অনুমান অপরাধ.."

হাদিস বলছে, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট।

"ঐ ব্যক্তি বীর নয়, যে লোকদের কে ভূ-লুণ্ঠিত করে, বরং বীর ঐ ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে।"

*হে জন, হে গণ, সন্দেহ থেকে নির্বিচারে হত্যার আগে সত্যতা যাচাই করুন। বিচারহীনতার অভিযোগ থেকে জনতার আদালতও কি বিচারহীন হবে? আগে বিচার করুন পরে রায় দিন। একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পাওয়া, দোষী ব্যক্তি মুক্তি পাওয়ার থেকে বেশি ক্ষতিকর! চিলের পিছনে দৌড়াবার আগে কানে হাত দিন। একই ভুল বারবার করবেন না, হাদিস বলছে, কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না।'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেরুজালেমের নবি যেরেমিয়া ও জলবায়ু সতর্কতা

শকুন ও সংস্কৃতির দ্বন্দ্ববিচার

একটি জাতীয়তাবাদী নাটিকা : বাংলা ও বালআমের গাধা