স্বপ্নের করিডোর

Photo Credit: https://www.maxpixel.net/Architecture-Wood-Door-Retro-Home-Wooden-303560 ০৮ জানুয়ারি, ২০১৭। রোববার সকাল ৯টা ৪৫ মিনিট। হন্তদন্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সর্বোচ্চ তলায় (তখন ভবনটি ৬ তলা ছিল) উঠে গেলাম। ৬১৮ নম্বর কক্ষে ৯টা ৪০ মিনিট থেকে ক্লাস! বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসেই দেরি করে ফেললাম! সামাজিক বিজ্ঞান অনুষদের এ ভবনের রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। অথচ এমন সোজা রাস্তা! কলা ভবন ও ডাকসু ভবনের মাঝের রাস্তা দিয়ে গেলাম শেষে। এক দৌড়ে ষষ্ঠ তলায়। উদ্ভ্রান্ত লাগছিল। বিভাগের নাম লেখা সিঁড়ির সামনেই। এক ফ্লোরে ২টা বিভাগ। তির চিহ্ন দিয়ে নির্দেশ করা কোনটা কোন দিকে। অবশ্য ভর্তির কাজে এসেছিলাম এখানে। ডান দিকে খুঁজে পেলাম ৬১৮। দরজা বন্ধ! আবছা অন্ধকার করিডোর। রহস্যময় লাগছিল। অজানা মাত্রই কি রহস্য? দুদিকের দেয়াল অন্য কক্ষ দিয়ে ঢাকা। শুধু দরজার জায়গাটা ফাঁকা। ভিতরের না কিছু দেখা যায়, না কিছু শোনা যায়। সবাই কি চলে এসেছে? ক্লাস নিশ্চয় শুরু হয়ে গেছে। আমি কি অনেক দেরি করে ফেললাম? ভিতরে যেতে সাহস হচ্ছে না। সাহসের অভাবের সাথে দরজা সংক্রান্ত জ্ঞানের অভাবও ছিল...