বাংলা সাহিত্যে বিস্ময়কর হাফিজ!

Photo credit: https://itto.org/iran/attraction/hafezieh-shiraz/ বিশ্বনন্দিত রহস্যপ্রেমী মহান সূফী কবি হাফিজ ফার্সি ভাষী বিশেষ করে ইরানীদের ঘরে ঘরে আজও চর্চিত হন গভীর ভালোবাসায়। পারস্যের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রায় সব প্রধান ভাষায় অনুদিত হয়েছে হাফিজের সৃষ্টিকর্ম। মহাকবি গ্যেটে সহ বিশ্ববরেণ্য সাহিত্যিকেরা হাফিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু জীবদ্দশায়ই হাফিজ জয় করেছিলেন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মন। শাসনকালের প্রাথমিক পর্যায়েই হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানান গুণমুগ্ধ সুলতান। দুঃখজনকভাবে ইচ্ছা থাকলেও কবি আসতে পারেননি সোনারগাঁওয়ে। বৃদ্ধ কবি বাংলাদেশে আসতে না পারলেও বাংলার রাজদূতকে তার বাদশার জন্য কবিতা লিখে পাঠান। সৈয়দ মুজতবা আলী তার আফগানিস্তান পর্বের বিখ্যাত উপন্যাস 'শব্নম্'-এ হাফিজের বারংবার উল্লেখের এক পর্যায়ে এ কবিতাটিও উল্লেখ করেছেন। ‘'হেরো, হেরো, বিস্ময়। দেশ কাল হয় লয়! সবে কাল রাতে জনম লইয়া এই শিশু কবিতাটি রওয়ানা হইল পাড়ি দেবে বলে এক বছরের ঘাটি।’' হাফিজের প্রাথমিক জীবন সম্পর্কে অল্পই জানা যায়। বিশ্বস্তসূত্রে জানা যায়, বর্তমান মধ্য ইরানের ইস্পাহান শহরের ...